শনিবার, ১৪ মে, ২০১১

সবাক


রেন্ট আ জেব্রাক্রসিং রেন্ট আ কিস

আগামী জন্মদিনে পারলে একটা জেব্রাক্রসিং দিও
সাদা এবং কালো
তোমাদের ক্রসিংয়ে জবা ফোটে। কী বিচ্ছিরি সে জন্ম!
আস্তে আস্তে ছাপাখানায় লেপ্টে যায় এবং এক সময় লুকিয়ে যায়
তোমরা আরো যেভাবে ভাবতেই পারো না
জেব্রাক্রসিং!
আমাকে দিও সাদা এবং কালো
কালো রাস্তার উপর সাদা সাদা দাগ
তার উপরে শহরের সবচে একা মেয়েটি
আমি অন্য কোনো শহর থেকে এসে ঘুরে যাবো
একজন জেব্রাক্রসিং!
একটি মেয়ে!
আরেকজন চুমো!


টানাটানি

সবচেয়ে পুরোনো দেয়ালটাতে বাণিজ্যের মতো রঙ লেগেছে। বিজ্ঞাপন বিষয়ক হলুদ বিষয়াদি দেয়াল ভাড়া নিলে একটি সংসারের চিত্র উজ্জ্বল হতে থাকে, নিষ্ফলা চন্দ্রমায়া অহেতুক জ্যোস্না বিলাতে অসম্মতি জানানোর খবর পেয়ে আজও পদ্মরাগে জল ভাসেনি, ঢেউ আসেনি। তারপর সাঁকো বেঁধে নিলো গোলাঘর আর শাড়ির আঁচল। একজোড়া বলদ প্রতিদিন মাটি ছিঁড়ে সবুজ প্রসব করে। এসব নিয়মিত গল্প। সবাই চলে যাবে। সুখে নেই, দুঃখে নেই; তারা নেই। যারা আছে ভালো নেই।

বিপরীত পাঠ

জল ভাগ করি
ছুঁয়ে দিই তোমার ঘাসফুল
মূলধন গুঁজে দিই ভাঁজে ভাঁজে
দূর্যোগে একটি কবিতা দিও

আমরা চাঁদের আত্মহত্যা দেখতে
নতুন চরের চিকারে যাবো
মনে রেখো, কোনো যতি হবে না

কবিতা লেখার কাজ কারা বুঝে নিয়েছিল


দ্বিতীয় চুম্বন তুলে রাখি

মুহূর্তের মধ্যে মানুষগুলো নেমে এলো জানালার পাশে মেঘের কাছে
আমাদের রংতুলির খবর ছাপেনি দৈনিক খবর বিক্রেতারা
চেপেছে অগণিত প্রাণীর শ্বাস এখানে ওখানে
যেখানে বিরল সর্বশেষ প্রচেষ্টা উদ্ভিদের আন্দোলন
একদল কৃষক সূর্যাস্তের আগে ফিরে এসেছে সন্তানের গালে
বৈরাগ্যের জলঘাটে তারা ঘিরে আছে পরবর্তী সূর্যোদয়
জামিনপ্রাপ্ত ফসলের গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন